কমলগঞ্জ উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান ভেদে এই উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জাতিভেদে মানুষের ভাষা ওসংস্কৃতির ভিন্নতা। কমলগঞ্জের বিস্তীর্ণ পাহাড়ি এ সমতল অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র স্বত্বার উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, পনিপুরী, ত্রিপুরী,গারো এদের বসবাস। এ ছাড়াও রয়েছে বিভিন্ন চা বাগানে বসবাসরত ক্ষৃদ্র নৃগোষ্ঠী । যাদের জীবনাচার,সংস্কৃতি ও ঐত্যিহ্যর কারণে কমলগঞ্জ দেশব্যাপী পরিচিত। এখানে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীর ভাষা সাধারণ ভাবে প্রচলিত আঞ্চলিক বাংলা ভাষার সাথে মিল নেই । তবে তারা বাংলা ভাষায় সমভাবেই লিখতে, পড়তে , বলতে পারে । উপজাতীয় জনগোষ্ঠির মধ্যে শিক্ষার হার বেশী ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS