স্থানীয় প্রাকৃতিক সম্পদ
কমলগঞ্জ উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর বৈচিত্রময় এক ভূখন্ড। নয়নাভিরাম সবুজের সমারোহ ১৪ টি চা বাগানের চা সম্পদ ; কমলগঞ্জ সদর, আদমপুর, মুন্সিবাজার, ইসলামপুরে রয়েছে বাঁশ ও গাছ মহাল ।
(ক) ভূপ্রকৃতিঃ- এ উপজেলা ০৩ টি ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে গঠিত।
পাহাড়ী অঞ্চল -ছোট বড় মাঝারি উচু-নীচু পাহাড় রয়েছে যা উপজেলার পূর্বাংশে অবস্থিত। মধ্যাংশে সমতলভূমি,
পশ্চিমাংশে লাউয়াছড়া জাতীয় উদ্যান।
(খ) জলবায়ুঃ-উপজেলার জলবায়ু ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাতীয় সার্বিক জলবায়ুর অনুরুপ।
ভূমি বৈচিত্রের কারনে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত একটু বেশী অনুভুত হয়। একই কারনে বৃষ্টিপাতের পরিমান
ও দেশের অপরাপর অঞ্চল থেকে এখানে একটুবেশী।
(ঘ) বাশমহালঃ কমলগঞ্জ উপজেলায় রয়েছে একাধিক প্রকৃতিক বাশমহাল যে গুলো বনবিভাগের মাধ্যমে তিন বছর অন্তর অন্তর
প্রতি বছরের জন্য ইজারা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS