Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কমলগঞ্জ
সীমানা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ  সিলেট। সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার। এ জেলার অন্যতম উপজেলা কমলগঞ্জ। কমলগঞ্জ উপজেলা বরাবরই পাহাড়ি বনাঞ্চলে আবৃত্ত। এই উপজেলার উত্তরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা। দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য,পশ্চিমে শ্রীমংগল ও মৌলভীবাজার সদর উপজেলা,পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য।
জেলা সদর হতে দূরত্ব ২০কি:মি:
আয়তন  ৪২৬.৭২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা ২,৫৯,১৩০ (প্রায়)
 পুরুষ১,২৭,৭৪৬ জন (প্রায়)
 মহিলা১,৩১,৩৮৪ জন (প্রায়)
লোক সংখ্যার ঘনত্ব ৪৭৩ (প্রতি বর্গ কিলোমিটারে)
মোট ভোটার সংখ্যা  ১,৫৭,২৩৭ জন
 পুরুষভোটার সংখ্যা ৭৭,৭৫৬ জন
 মহিলা ভোটার সংখ্যা৭৯,৪২১ জন
বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮২%
মোট পরিবার(খানা)  ৪৫,৪৫৬টি
নির্বাচনী এলাকা ২৩৮- মৌলভীবাজার-৪(কমলগঞ্জ)
গ্রাম ২৬৫টি
মৌজা ১১৭ টি
ইউনিয়ন ০৯ টি
পৌরসভা ০১ টি
এতিমখানা সরকারী নাই
এতিমখানা বে-সরকারী ০২ টি
মসজিদ  ৩০০ টি
মন্দির  ১০৫ টি
নদ-নদী ১ টি (ধলাই)
হাট-বাজার ১৪  টি
ব্যাংক শাখা  ১১ টি
পোস্ট অফিস/সাব পোঃ অফিস ০২ টি
টেলিফোন এক্সচেঞ্জ ০১ টি
ক্ষুদ্র কুটির শিল্প  ১০ টি
বৃহৎ শিল্প  নাই

 

কৃষি সংক্রান্ত
মোট জমির পরিমাণ ১,০৫,৪০৪ একর
নীট ফসলী জমি   ৪৯,২৮০ একর
মোট ফসলী জমি   ৪৯,৩৭৪ একর
এক ফসলী জমি ৮,৭৮৫ একর
দুই ফসলী জমি  ৩৬,২২০ একর
তিন ফসলী জমি  ৪,১৩০ একর
গভীর নলকূপ  নাই
অ-গভীর নলকূপ  ৩১,৪৩১ টি
শক্তি চালিত পাম্প  ১০,২৪১ টি
বস্নক সংখ্যা  টি
বাৎসরিক খাদ্য চাহিদা  মেঃ টন
নলকূপের সংখ্যা  ৩১,৪৩১ টি

 

শিক্ষা সংক্রান্ত
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪৭টি
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়  নাই
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়  ০৮টি
জুনিয়র উচ্চ বিদ্যালয়  ০১টি
উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা)  ২১টি
উচ্চ বিদ্যালয়(বালিকা)  ০২ টি
দাখিল মাদ্রাসা  ০৫টি
আলিম মাদ্রাসা  নাই
ফাজিল মাদ্রাসা  ০১টি
কামিল মাদ্রাসা ০১ টি
কলেজ(সহপাঠ)  ০২টি
কলেজ(বালিকা) ০১ টি
শিক্ষার হার ৪৮.৬%
 পুরুষ৫১.৪ %
 মহিলা৪৫.৯ %