Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কমলগঞ্জ উপজেলার পটভূমি

 

জনশ্রুতি আছে কিংকরনাথ রায় একজন জমিদার ছিলেন। তিনি কমলনারায়ন নামে এক ভদ্রলোককে তাঁর নায়েব নিযুক্ত করেন। কমলনারায়ন এ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন এবং তাঁর নামে একটি বাজার সৃষ্টি করেন। সে অনুযায়ী কমলগঞ্জ নামটি এসেছে। ১৯২২ সালে কমলগঞ্জ থানা সৃষ্টি হয় এবং ১৯৮৩ সালে কমলগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।

 দুটি পাতা একটি কুড়িঁর দেশ কমলগঞ্জ। চা শিল্পের জন্য কমলগঞ্জ এর সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।  পাহাড়,অরণ্য আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্য্যমন্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কমলগঞ্জ। প্রকৃতির সুরম্য নিকেতন কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান,হামহাম জলপ্রপাত,মাগুরছড়া গ্যাস কুপ,খাসিয়া পুজ্ঞি,মনিপুরী ললিতকলা একাডেমী ছাড়াও রয়েছে প্রকিতির নজরকাড়া সৌন্দর্য আর হাজরো প্রজাতির গাছ-গাছালি। এ ছাড়াও রয়েছে বিভিন্ন চা বাগানে বসবাসরত ক্ষৃদ্র নৃগোষ্ঠী । যাদের জীবনাচার,সংস্কৃতি ও ঐত্যিহ্যর কারণে কমলগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত।