কমলগঞ্জ উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪.০৮' এবং ২৪.২৯' । ৯১.৪৫ এবং ৯১°৫৭' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার
উত্তরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা। দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য,পশ্চিমে শ্রীমংগল ও মৌলভীবাজার সদর উপজেলা,পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য।জনশ্রুতি আছে কিংকরনাথ রায় একজন জমিদার ছিলেন। তিনি কমলনারায়ন নামে এক ভদ্রলোককে তাঁর নায়েব নিযুক্ত করেন। কমলনারায়ন এ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন এবং তাঁর নামে একটি বাজার সৃষ্টি করেন। সে অনুযায়ী কমলগঞ্জ নামটি এসেছে। ১৯২২ সালে কমলগঞ্জ থানা সৃষ্টি হয় এবং ১৯৮৩ সালে কমলগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS