আলীনগর,মুন্সিবাজার ও কমলগঞ্জ সদর ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে ৯.৮৩ বর্গ কিলোমিটার জুড়ে ১৯৯৯ সালের ০৭ ই অক্টোবর গঠন করা হয় কমলগঞ্জ পৌরসভা। অপরুপ প্রকৃতির নয়নাভিরাম সাজে সজ্জিত কমলগঞ্জ যেন বিধাতার শ্রেষ্ট দান, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সবুজ মাঠের দুপাশ দিয়ে বয়ে যাওয়া আকাঁবাকা পথে ধলাই ও লাগাটা নদীর প্রবাহ কমলগঞ্জকে সাজিয়েছে সৌন্দের্যের অকৃত্রিম বন্ধনে। লাউয়া ছড়া জাতীয় উদ্যান,মাধবপুর লেক,প্রকৃতি কন্যা হামহাম জলপ্রপাত,বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স,হরিনারায়ন এর দিঘী ও ছয়সিড়ি দিঘী,শমসের নগর বিমান বন্দর।কেওলার হাওর সর্বপোরি প্রাকৃতিক সম্পদ কমলগঞ্জ উপজেলাকে পরিনত করেছে সম্ভাবনাময় স্থানে যার মধ্যমনি কমলগঞ্জ পৌরসভা।

 

পৌরসআ ০৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত যার বর্তমান জনসংখ্যা ১৮,১২০ জন। কমলগঞ্জ পৌরসভায় সরকারী ০৬ টি প্রাথমিক বিদ্যালয় ০২ টি মাধ্যমিক বিদ্যালয় ০২ টি মহাবিদ্যালয় ও একটি মাদ্রাসা আছে। এছাড়া এখানে ০২ টি খেলার মাঠ, ০২ টি সাংস্কিতিক সংগঠন ০১ টি অফিসার্স ক্লাব ০১ টি পুলিশ ষ্টেশন ০১ টি সরকারী হাসপাতাল ০১ টি সরকারী উপস্বাস্থ্য কেন্দ্র ০১ টি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ০১ টি পোষ্ট অফিস ০১ টি সাবরেজিষ্ট্রি অফিস ০১ টি রেল ষ্টেশন ০১ টি খাদ্য গুদাম ০১ টি ডাক বাংলো ০৬ টি ব্যাংকের শাখা রহিয়াছে।

 

 মৌলভীবাজার জেলার ইতিহাস ঐতিয্যে ভরপুরএকটি উপজেলার নাম কমলগঞ্জ। । ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদের কমলগঞ্জ সিলেট বিভাগের শস্যভান্ডার হিসাবে খ্যাত।সরকারী পৃষ্টপোষকতায় কমলগঞ্জ হতে পারে পর্যটন সমৃদ্ধ উপজেলায় যার মাধ্যমনি কমলগঞ্জ পৌরসভার উন্নয়ন অতি জরুরী।

এক নজরে পৌরসভা

সাধারণ তথ্যাদি

·        জেলা                 : মৌলভীবাজার।
·        উপজেলা            : কমলগঞ্জ।
·        সীমানা              : পৌরসভার মধ্যে অবস্থিত বিখ্যাত স্থাপনা, ভবন, মার্কেট, ব্রীজ, রাস্তা, সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, শহর সমন্বয় কমিটি, ওয়ার্ড সমন্বয় কমিটি, এলাকা ভিত্তিক সংগঠন, জেন্ডার কমিটি ও পৌরসভা কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর ছবি সংযুক্ত করতে হবে।

·        জেলা সদর হতে দূরত্ব          :২৯ কিঃমিঃ।
·        আয়তন                          :২৩৯.১৪ বর্গ কিলোমিটার।
·        জনসংখ্যা                        : ৪,২৭,৯১৩ (এষ্টিমেটেট)।

পুরুষ                              : ২,০২,৩৮৬ জন।
মহিলা                             : ২,২৫,৫২৭ জন।

·        লোক সংখ্যার ঘনত্ব                        :১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে)।
·        মোট ভোটার সংখ্যা                        :২,৪৫,৬৪৪ জন।

K)  পুরুষভোটার সংখ্যা                 :১,১৭,৫৪০ জন।

L)   মহিলা ভোটার সংখ্যা               :১,২৮,১০৪ জন।

M)  বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩০%

N) মোট পরিবার(খানা) = ৮২,৯৭০ টি।

·        নির্বাচনী এলাকা                  :
·        গ্রাম                                :২১২ টি।
·        মৌজা                             :১৪২ টি।
·        পৌরসভা                         :০১ টি।
·        এতিমখানা সরকারী              :০১ টি।
·        এতিমখানা বে-সরকারী          :১৭ টি।
·        মসজিদ                           :৪৭১ টি।
·        মন্দির                             :২৭ টি।
·        নদ-নদী                           :২ টি

·        হাট-বাজার                       : টি।
·        ব্যাংক শাখা                      :১০ টি।
·        পোস্ট অফিস/সাব পোঃ অফিস   :৩৬ টি।
·        টেলিফোন এক্সচেঞ্জ                ০১ টি।
·        ক্ষুদ্র কুটির শিল্প                     :৭৮১ টি।
·        বৃহৎ শিল্প                             :০৩ টি।