Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কমলগঞ্জ উপজেলার ভৌগলিক পরিচিতি

 

কমলগঞ্জ উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৪.০৮' এবং ২৪.২৯' । ৯১.৪৫ এবং ৯১°৫৭' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার

উত্তরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা। দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য,পশ্চিমে শ্রীমংগল ও মৌলভীবাজার সদর উপজেলা,পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য।জনশ্রুতি আছে কিংকরনাথ রায় একজন জমিদার ছিলেন। তিনি কমলনারায়ন নামে এক ভদ্রলোককে তাঁর নায়েব নিযুক্ত করেন। কমলনারায়ন এ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন এবং তাঁর নামে একটি বাজার সৃষ্টি করেন। সে অনুযায়ী কমলগঞ্জ নামটি এসেছে। ১৯২২ সালে কমলগঞ্জ থানা সৃষ্টি হয় এবং ১৯৮৩ সালে কমলগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।