Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী বিভাগ  সিলেট। সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার। এ জেলার অন্যতম উপজেলা কমলগঞ্জ। কমলগঞ্জ উপজেলা বরাবরই পাহাড়ি বনাঞ্চলে আবৃত্ত। এই উপজেলার উত্তরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা। দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য,পশ্চিমে শ্রীমংগল ও মৌলভীবাজার সদর উপজেলা,পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য। চা শিল্পের জন্য কমলগঞ্জ উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপি । রাজধানী ঢাকা থেকে প্রায় ২শ’ ৩০কি.মি. দূরত্বে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরেকন্যা, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ উপজেলা কমলগঞ্জের অবস্থান।  কমলগঞ্জের আয়তন ৪২৬.৭২ বর্গকিলোমিটার। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমন্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কমলগঞ্জ । প্রকৃতির সুরম্য নিকেতন কমলগঞ্জে দেখার আছে চা বাগানের পর চা বাগান, লাউয়াছড়া বন, খাসিয়াপুঞ্জি, মণিপুরীপাড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বিরশ্রেষ্ট হামিদুর রহমানের স্মৃতিসৌধ চারদিকে প্রকৃতির নজরকাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছ-গাছালি। উপজেলায় বসবাসরত স্বতন্ত্র স্বত্বার উপজাতি জনগোষ্ঠী  খাসিয়া, মণিপুরী, টিপরা ও গারোদের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্যের কারণেও এ অঞ্চলের নাম অনেকের কাছে সুপরিচিত। তাছাড়াও চা, রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠ ইত্যাদি নানা কারণে কমলগঞ্জের প্রসিদ্ধি রয়েছে সর্বত্র। প্রকৃতিই কমলঞ্জের প্রাণ। ভ্রমণবিলাসীদের কাছে এ এলাকাটি যেন তীর্থস্থান - প্রকৃতিপ্রেমীদের আপন নীড়। দেশী-বিদেশী পর্যটকদের পদভারে বছরের প্রতিটি দিন মুখরিত থাকে কমলগঞ্জ।  এ জনপদের সঙ্গে রেল ও সড়কপথে যোগাযোগ রয়েছে সারাদেশের। নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কমলগঞ্জ আকৃষ্ট করেছে অগণিত পর্যটককে।