Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার জেলার একটি প্রাচীন ও গৌরবময় জনপদ। ১৯৮৩ সালে কমলগঞ্জ সার্কেলকে উপজেলায় রুপান্তর করা হয় । লাউয়াছড়া উদ্যানের বৈচিত্র্যতা, হামহাম জলপ্রপাতের সৌন্দর্য ও ধলাই নদী বিধৌত কমলগঞ্জ উপজেলার অতীত ঐতিহ্য গৌরবের। নৃতাত্ত্বিক বৈচিত্র্যতায়, শিক্ষা দীক্ষায়, মননে, ও পরিশীলতায় কমলগেঞ্জের অতীত এখনো দীপ্তমান। এ ঐতিহ্যকে ধারণ করে এ উপজেলার আর্থসামাজিক উন্নয়ন, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নীতকরণে উপজেলা প্রশাসন  প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সরকার ঘোষিত রূপকল্প -২০২১ বাস্তবায়নে এবং জনগনকে ডিজিটাল সেবা প্রদানে এ উপজেলার প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রতিটি ইউনিয়নে‍‍ “ ইউনিয়ন ডিজিটাল সেন্টার” এর মাধ্যমে উদ্যোক্তাগন সেবা প্রদান করছেন। পর্যটনের উন্নয়নে এবং অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে । শান্তিপ্রিয় এ উপজেলাবাসী উন্নয়নের পথে হাঁটছে। মনিপূরীদের ঐতিহ্য এ উপজেলার অলঙ্কার।

"জনসেবার জন্য প্রশাসন" শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন জনসেবা মানুষের দোরগোড়ায় পৌছেঁ দিতে বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন থেকে আপনার সেবা বুঝে নিন। আসুন আমরা ক্ষুধা, সন্ত্রাস,দুর্নীতিমুক্ত এবং ডিজিটাল সমাজ তথা বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই।

 

সমন্বিত উদ্দোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত কমলগঞ্জ গড়াই আমাদের সকলের লক্ষ্য।