কমলগঞ্জের সংস্কৃতির মধ্যে মনিপুরী সংস্কৃতি অন্যতম। এছাড়া সাওতাল ও নৃতাত্তিক জনগোষ্ঠির ভূমিকা রয়েছে। ডঃ সুনীতি কুমার চট্রোপাধ্যায়ের ভাষায় “মনিপুরী জাতি বিরাট কিরাতজাতির ব্রক্ষশাখার অন্তর্গত কুকি(বা চিন অথবা কুকিচিন) প্রশাখার একটি বিশিষ্ট উপজাতি”। টিবেটোবার্মিজ শাখার মংগোলীয়ান জনগোষ্ঠীভুক্ত এই সম্প্রদায় বিষ্ণুপ্রিয়া,মীতৈ ও পাংগন এই ভাগে বিভক্ত। মনিপুরী জনগোষ্ঠীর জীবনধারা,হস্তশিল্প এবং মনিপুরী ললিতকলা পর্যটকদের কাছে আকর্ষনীয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস