Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

স্থানীয় প্রাকৃতিক সম্পদ

 

 কমলগঞ্জ উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর বৈচিত্রময় এক ভূখন্ড। নয়নাভিরাম সবুজের সমারোহ ১৪ টি চা বাগানের চা সম্পদ ; কমলগঞ্জ সদর, আদমপুর, মুন্সিবাজার, ইসলামপুরে রয়েছে বাঁশ ও গাছ মহাল ।

 

(ক) ভূপ্রকৃতিঃ- এ উপজেলা ০৩ টি ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে গঠিত।

পাহাড়ী অঞ্চল -ছোট বড় মাঝারি উচু-নীচু পাহাড় রয়েছে যা উপজেলার পূর্বাংশে অবস্থিত। মধ্যাংশে সমতলভূমি,

পশ্চিমাংশে  লাউয়াছড়া জাতীয় উদ্যান।

                             

(খ) জলবায়ুঃ-উপজেলার জলবায়ু ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাতীয় সার্বিক জলবায়ুর অনুরুপ।

ভূমি বৈচিত্রের কারনে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত একটু বেশী অনুভুত হয়। একই কারনে বৃষ্টিপাতের পরিমান

ও দেশের অপরাপর অঞ্চল থেকে এখানে একটুবেশী।

 

(ঘ) বাশমহালঃ কমলগঞ্জ উপজেলায় রয়েছে একাধিক প্রকৃতিক বাশমহাল যে গুলো বনবিভাগের মাধ্যমে তিন বছর অন্তর অন্তর

প্রতি বছরের জন্য ইজারা হয়।