কমলগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য নদী ধলাই নদী । কমলগঞ্জ উপজেলা ধলই নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। নদীর দুই তীর পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। ধলাইর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়। ধলাই নদীর দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি মৌলভীবাজার সদর, ও কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে । এক সময় এ নদীই ছিল কমলগঞ্জ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে ধলাই নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। তাছাড়া যথণ বেড়ী বাধ ছিলনা এই ধলাই কমলগঞ্জ তথা মৌলভীবাজারের দুঃখ ছিল। বর্তমানে এই ধলাই নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।