মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাধবপুর ইউনিয়নের ১৩ টি বিদ্যালয় থেকে ১১৭ জন শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা অনামিকা সিনহা।
১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কুমার সিংহ জানান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের বিশেষ উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীরা যাতে সবাই শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাইতে পারেন সেই লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে একটি প্রকল্প নেয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বসন্ত কুমার সিংহসহ মাধবপুর ইউপির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস