ভান্ডারী গাঁও উচ্চবিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার9নংইসলামপুর ইউনিয়নের4নংওয়ার্ডে বিগত1973 ইং সনে এলাকার শিক্ষা বিস্তারের লক্ষে প্রতিষ্ঠিত হয় । বিদ্যালয়টি সুদীর্ঘ40 বছর যাবৎশিক্ষার আলো ছড়িয়ে এলাকার তথা জাতীয় পর্যায়ে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছে।
১৯৭৩ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহায়তায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক অবস্থায় পার্শ্ববর্তী ২নং ভান্ডারী গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মর্নিংশিফটে পাঠদান পরিচালিত হয়। পরবর্তীতে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সফর উদ্দিন খান ( দোলা মিয়া) প্রায় ১১০ ফিট / ১৫ ফিট +৫ফিট আয়তনের একটি কাচা স্কুল ঘর তৈরি করেন। অত্র বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল হিসেবে প্রাথমিক স্বীকৃতি - ০১/০১/৮১ ইং, ৯ম শ্রেণি স্বীকৃতি - ০১/০১/৮৩ ইং এবং ০১/০১/৮৪ ইং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি লাভ করে। উল্লেখ্য যে, ভূমিদানকারীদের মধ্যে ছবি দেবী নামে জনৈক ভান্ডারী গাও গ্রামের বাসিন্দা বিদ্যালয়ের নামে ২ কেদার ভূমি দান করে কৃতজ্ঞা পাশে আবদ্ধ হয়েছেন।
ছাত্র ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক সংখ্যা) : 2013
শ্রেণী | ছেলে | মেয়ে | মোট |
6ষ্ঠ | 102 | 130 | 232 |
7ম | 102 | 112 | 214 |
8ম | 137 | 165 | 302 |
9ম | 39 | 52 | 91 |
10ম | 62 | 61 | 123 |
মোট | 441 | 520 | 962 |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য :
ক্রমিক নং | সদস্যের নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল নম্বর |
০১ | জনাব মো:আব্দুল হান্নান | সভাপতি | ১০ম শ্রেণি | ০১৭১৮ ৬০০২৫২ |
০২ | জনাব মো:আব্দুল বশির | সাধা: শিক্ষক সদস্য | বিএ. বিএড | ০১৭১২ ৩২৬৬২৪ |
০৩ | জনাব মো: আব্দুস শহীদ | সাধা: শিক্ষক সদস্য | কামিল | ০১৭১৫ ৬৩৩২৬৭ |
০৪ | জনাব গীতা রানী সিনহা | সংরক্ষিত মহিলা শি: সদস্য | বি.এসসি, বি.এড | ০১৭১৭ ৯০৯১৪২ |
০৫ | জনাব গোলাম রব্বানী | সাধা: অভিভাবক সদস্য | ১০ম শ্রেণি | ০১৭২৩ ৩৯২৮৭৭ |
০৬ | জনাব জমশেদ আলী | সাধা: অভিভাবক সদস্য | ১০ম শ্রেণি | ০১৭২৬ ০২৩৩৫৭ |
০৭ | জনাব মতিউর রহমান | সাধা: অভিভাবক সদস্য | এস এস সি | ০১৭২৬ ৬২৯৮৭৬ |
০৮ | জনাব সবুজুর রহমান | সাধা: অভিভাবক সদস্য | ১০ম শ্রেণি | ০১৭১৩ ৮১১৫৭৪ |
০৯ | জনাব সুলতানা রাজিয়া | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | ১০ম শ্রেণি | ০১৭৬৩ ১৭৫৬২৫ |
১০ | জনাব মো: খুরশেদ আলী | প্রধান শিক্ষক, সদস্য সচিব | বি.এসসি, বি.এড | ০১৭১৫ ৪০৯২৭৫ |
বিগত5 বছরের পাবলিক পরিক্ষার ফলাফল:
এসএসসি
সন | মোট পরিক্ষার্থী | মোট উত্তীর্ণ | এ+ প্রাপ্ত | পাশের হার |
2013 | 102 | 97 | 8 | 95.09% |
2012 | 97 | 97 | 7 | 100% |
2011 | 67 | 61 | 3 | 91.04% |
2010 | 52 | 43 | - | 82.69% |
2009 | 56 | 42 | - | 75% |
জেএসসি
সন | মোটপরীক্ষার্থী | মোটউত্তীর্ণ | সাধারণ/মেধা | পাশেরহার |
2012 | 103 | 97 | 02/- | 94.17% |
2011 | 136 | 127 | 02/- | 93.38% |
2010 | 108 | 89 | 01/03 | 82.04% |
শিক্ষা বৃত্তি তথ্যসমূহ:
সাল | সংখ্যা |
২০১৩ | ৩৯ জন |
২০১২ | ৩০ জন |
২০১১ | ২০ জন |
২০১০ | ০৮ জন |
২০০৯ | ০৩ জন |
২০০৮ | ০২ জন |
২০০৭ | ০১ জন |
অর্জন:
১ . ২০১০ সাল থেকে অত্র বিদ্যালয়ে জে এস সি এবং পি এস সি পরীক্ষা কেন্দ্র স্থাপন।
২ . ২০০৭ ইং সালে ব্রাকের সহায়তায় একটি উন্নত পাঠাগার স্থাপন।
৩ . সেকায়েপ এবং ইউনিসেফ এর অর্থায়নে মানসম্মত লেট্রিন স্থাপন।
৪ . বিদ্যালয়ের গেইট থেকে অফিস ভবন পর্যন্ত রাস্তা নির্মাণ।
৫. 1998 সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত।
ভবিষ্যৎ পরিকল্পনা:
শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা । সহপাঠক্রমিক কার্যাবলীতে সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করা এবং
আদর্শ বিদ্যালয়ের গুনগতমান অর্জন করা।
যোগাযোগ:
জেলা সদর থেকে সড়ক পথে পাকা রাস্তায়34 কিলোমিটার এবং উপজেলা সদর থেকে15 কিলোমিটার দক্ষিণে।
01715409275 প্রধান শিক্ষক
মেধাবী ছাত্র / ছাত্রীর নামের তালিকা:
2013 সনে এস এস সি পরিক্ষায়8 জন শিক্ষার্থী এ+ অর্জন করে। নিম্নে তাদের নামের তালিকা দেয়া হল :
ক্রমিক নং | রোল নম্বর | শিক্ষার্থীর নাম | পিতার নাম |
০১ | ১০৭২১৮ | শারমিন আক্তার | আব্দুল জলিল |
০২ | ১০৭২১৯ | মরিয়ম আক্তার মিলি | মো: কনাব আলী |
০৩ | ১০৭২২০ | সামিয়া হোসেন | গোলাম হোসেন রব্বানী |
০৪ | ১০৭২২১ | নাসিমা আক্তার | কলমদর মিয়া |
০৫ | ১০৭২২২ | সুলতানা বেগম | এরাব উদ্দিন |
০৬ | ১০৭২২৩ | সুবর্না গোয়ালা | রানা গোয়ালা |
০৭ | ১০৭২২৬ | রুহুল আমিন | শওকত আলী |
০৮ | ১০৭২২৮ | টি এইচ সৌরভ | শশীধন সিংহ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস