মৌলভবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্তর্গত ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালারায়বিল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।বিদ্যালয়টি ২০০৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। বিদ্যালয়টি অদ্যাবধি এম পি ও ভুক্ত হয়নি।
ই-মেইল : daluachora@gmail.com
প্রতিষ্ঠানের ইতিহাসঃ
৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কাছাকাছি আর কোন বিদ্যালয় না থাকায় স্থানীয় শিক্ষানুরাগী জনগণ বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় শিক্ষানুরাগী হাজী কামরুজ্জামান ৬০শতক , ডাঃ রবীন্দ্র কুমার সিংহ ২০ শতক এবং সুলতান আহমদ ০১ শতক ভূমি দান করেন।এলাকাবাসীর দান এবং জেলা পরিষদের অনুদানের অর্থে বিদ্যালয়ে একটি আধা পাকা ভবন নির্মিত হয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ২০১৩ খ্রিঃ
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৪৬ | ৫৫ | ১০১ |
৭ম | ১৮ | ৩৩ | ৫১ |
৮ম | ১৩ | ১৯ | ৩২ |
মোট | ৭৭ | ১০৭ | ১৮৪ |
বতর্মান পরিচালনার তথ্যঃ
ক্রঃনং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মন্তব্য |
০১ | হাজী কামরুজ্জামান | সভাপতি | ৫ম শ্রেণী |
|
০২ | ডাঃ রবীন্দ্র কুমার সিংহ | সদস্য | এইচ এস সি, ডি এম এফ |
|
০৩ | ধীরেন্দ্র কুমার সিংহ | সদস্য | বি এসসি |
|
০৪ | কৃষ্ণ মোহন সিংহ | সদস্য | এস এস সি |
|
০৫ | মোঃ তারেক হাসান | সদস্য | স্নাতক(সম্মান) |
|
০৬ | হেলিম উদ্দিন | সদস্য | ৮ম শ্রেণী |
|
০৭ | নাজির মিয়া | সদস্য | ৫ম শ্রেণী |
|
০৮ | আলতা মিয়া | সদস্য | ৮ম শ্রেণী |
|
০৯ | সকিনা বিবি | সদস্য | ৫ম শ্রেণী |
|
১০ | রেদুয়ানুল করিম | সদস্য | ফাজিল |
|
১১ | দেবাশিস রঞ্জন দেব | সদস্য সচিব | স্নাতক |
|
বিগত ৫ বৎসরের সমাপনি/ পাবলিক পরীক্ষার ফলাফলঃ
১. জে এস সি :
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মন্তব্য |
২০১০ | ১৭ | ১৫ | ৮৮.২৪% |
|
২০১১ | ৩৮ | ৩৮ | ১০০% |
|
২০১২ | ২৫ | ২৩ | ৯২% |
|
শিক্ষাবৃত্তি তথ্যসমুহ :
১. জে এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি :
সাল | বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা | মন্তব্য | ||
মেধা | সাধারণ | মোট | ||
২০১০ | ০ | ০ | ০ |
|
২০১১ | ০ | ০ | ০ |
|
২০১২ | ০ | ০ | ০ |
|
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১. বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন করে শতভাগ পাশের হার নিশ্চিত করণ।
২. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা ।
৩. একটি শ্রেণীকক্ষ ভবন নির্মাণ করা।
৪. বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা ।
৫. বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে আসবাবপত্র নির্মাণ করা।
যোগাযোগ : মৌলভীবাজার জেলা সদর হতে পাকা সড়ক পথে কমলগঞ্জ উপজেলা চৌমোহনী। সেখান থেকে বরাবর দক্ষিণে প্রায় ১০ কি: মি: পাকা সড়ক পথে এসে মধ্যভাগ বাজার হতে পূর্বদিকে ৩ কি: মি: দূরে কালারায়বিল গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।
ইমেইল : daluachora@gmail.com
মেধাবী ছাত্র-ছাত্রীদের নামের তালিকাঃ
১. বনশ্রী সিন্হা ৬ষ্ঠ শ্রেণী
২. অমিত দেব নাথ ৬ষ্ঠ শ্রেণী
৩. দীপান্বিতা সিন্হা ৭ম শ্রেণী
৪. প্রতীক বাবু সিংহ ৭ম শ্রেণী
৫. হানিফ মিয়া ৮ম শ্রেণী
৬. মৌসুমী দেবনাথ ৮ম শ্রেণী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস