নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কমলগঞ্জ।
মাদ্রাসাটি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ও সার্বিক সহযোগীতায় বিগত ০১/০১/১৯৭৪ ইং সনে প্রতিষ্ঠিত হয়।
E-mail:- najirhasanmadrasa@gmail.com
সংক্ষিপ্ত বর্ননা: মাদ্রাসাটি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ও সার্বিক সহযোগীতায় বিগত ০১/০১/১৯৭৪ ইং সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৫(পনের) জন স্বনামধন্য শিক্ষক/কর্মচারী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মাদ্রাসাটি তার সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির পাবলিক(দাখিল) পরীক্ষার ফলাফল অত্যন্ত সনেতাষজনক। বর্তমানে এ প্রতিষ্ঠানে সর্বমোট ৫৯১(পাঁচশত একানববই) জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত।
*ছাত্র/ছাত্রীর সংখ্যা:
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১০ম | ৪৫ | ৮২ | ১২৭ |
৯ম | ৪২ | ৫৩ | ৯৫ |
৮ম | ৩২ | ৫৩ | ৮৫ |
৭ম | ৩৭ | ৬০ | ৯৭ |
৬ষ্ঠ | ৫৪ | ৮১ | ১৩৫ |
৫ম | ১২ | ৯ | ২১ |
৪র্থ | ১১ | ৩ | ১৪ |
৩য় | ৫ | --- | ৫ |
২য় | ৫ | --- | ৫ |
১ম | ৫ | ২ | ৭ |
সর্বমোট | ২৪৮ | ৩৪৩ | ৫৯১ |
ম্যানেজিং কমিটি
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল নম্বর |
১ | জনাব মোঃ আব্দুল মতিন | সভাপতি | এস.এস,সি | ০১৭১৬-০৯৫৮৯১ |
২ | জনাব মোঃ সামছুল হক | সুপার-সম্পাদক | কামিল | ০১৭১৮-০৪৭৮৬৮ |
৩ | জনাব হাজী মোঃ মদরিছ মিয়া | প্রতিষ্ঠাতা সদস্য | ৮ম |
|
৪ | জনাব মোঃ রহমত উল্যা | দাতা সদস্য | ৫ম | ০১৭২০-১৫০৮৩৩ |
৫ | জনাব মোঃ আব্দুল মালিক | শিক্ষক প্রতিনিধি সদস্য (দাখিল) | ফাজিল | ০১৭১৯-৮৪২১২২ |
৬ | তাজকিয়াতুন নাহার | সংরক্ষিত মহিলা শিক্ষক | ফাজিল | ০১৭২৬-৪৪৮১৩৫ |
৭ | জনাব হাজী মোঃ আব্দুল মুকিত | শিক্ষক প্রতিনিধি সদস্য (ইবি) | আলীম | ০১৭২০-১৫০৮৩৩ |
৮ | জনাব মোঃ আব্দুল মনাফ | বিদ্যুৎসাহী সদস্য | ৫ম | ০১৭৫৪-৮৯৩৫১৪ |
৯ | জনাব মোঃ আবুল হোসেন | অভিভাবক সদস্য | ৮ম | ০১৭৩৪-০০৩৯০০ |
১০ | জনাব মোঃ মতিন মিয়া | অভিভাবক সদস্য | ৮ম | ০১৭১৫-৫৮১৯২২ |
১১ | জনাব মোঃ মছদ্দর মিয়া | অভিভাবক সদস্য | ৫ম | ০১৭২৫-১১১৮৭৮ |
১২ | জনাব মোঃ হুরমত আলী | অভিভাবক সদস্য | ৫ম | ০১৭২০-১৫০৯৩৮ |
১৩ | রোকেয়া বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক | ৫ম |
|
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল(দাখিল)
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার |
২০০৯ | ৬১ | ৬১ | ১০০% |
২০১০ | ৭৯ | ৭৮ | ৯৮.৭৩% |
২০১১ | ৭৮ | ৭৬ | ৯৭.৪৩% |
২০১২ | ৬৮ | ৫৫ | ৮০.৮৮% |
২০১৩ | ১০২ | ৮২ | ৮০.৩৯% |
*বিগত ৩ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল(জে,ডি,সি)
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | কৃতকার্য | পাশের হার |
২০১০ | ১০৩ | ৭১ | ৬৮.৯৩% |
২০১১ | ১৬৯ | ১৫৮ | ৯৩.৪৯% |
২০১২ | ১০২ | ৯৩ | ৯৪.৮৬% |
অর্জনঃ
১। অত্র মাদ্রাসার সুপার মোঃ সামছুল হক জাতীয় শিক্ষক সপ্তাহ ১৯৯৬ ইং সালে কমলগঞ্জ থানার শ্রেষ্ঠ মাদ্রাসার শিক্ষক নির্বাচিত হয়েছেন।
২। অত্র মাদ্রাসার সহকারী সুপার মোঃ আবদুল মোছাবিবর জাতীয় শিক্ষক সপ্তাহ ১৯৯৭ইং কমলগঞ্জ থানার শ্রেষ্ঠ মাদ্রাসার শিক্ষক নির্বাচিত হয়েছেন।
৩। এফ,এস,এস,এ,পি,কর্তৃক ১৯৯৯ইং সালে কমলগঞ্জ থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন।
৪। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ইং সালে অত্র মাদ্রাসার সুপার মোঃ সামছুল হক কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসার প্রধান নির্বাচিত হয়েছেন।
৫। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৩ইং সালে নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা কে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে।
৬। অত্র মাদ্রাসার সুপার মোঃ সামছুল হক এফ,এস,এস,এ,পি কর্তৃক ২০০৩ইং সালে ১১দিনের এবং বি,এম,টি,টি,আই,কর্তৃক ২০ দিনের প্রশাসন ও ব্যবস্থাপনার উপর প্রশিক্ষন সমাপ্ত করেছেন।
৭। সেকায়েপ কর্তৃক ২০১১ইং সালে বিভাগীয় ভাবে মাদ্রাসা ভিত্তিক উদ্দীপনা পুরস্কার প্রাপ্ত-৭৫০০০(পচাত্তর হাজার ) টাকা পেয়েছে।
৮। সেকায়েপ কর্তৃক ২০১১সালে শিক্ষক ও ছাত্র ছাত্রী উদ্দিপনা পুরস্কার প্রাপ্ত ২৪০০০(ছবিবশ হাজার) টাকা পেয়েছে।
৯। দাখিল পরীক্ষার্থী ২০১২ইং উদ্দিপনা পুরষ্কার প্রাপ্ত সর্বমোট-৪৩০০০(তেতালিশ হাজার) টাকা পেয়েছে।
*ভবিষ্যৎ পরিকল্পনা:
অদুর ভবিষ্যতে অত্র মাদ্রাসাসিটিতে দাখিল বিজ্ঞান শাখা খোলা সহ আলীম শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এছাডা লেখাপড়ার মানোন্ননের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ:
মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চিত্লীয়া গ্রামে অবস্থিত। উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা ৩ কিঃ মিঃ এবং কাঁচা রাস্তা ৪ কিঃমিঃ প্রায়। মাদ্রাসাটি গ্রামীন সমতল ভূমিতে অবস্থিত।
মেধাবী ছাত্র/ছাত্রী বৃন্দ:
পরীক্ষার নাম | পরীক্ষার সন | মেধাবী ছাত্র/ছাত্রী | প্রাপ্ত গ্রেড |
দাখিল | ২০০৯ | ০৭ | 5.00 |
দাখিল | ২০১০ | ০৪ | 5.00 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস