কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, মুন্সীবাজার
ডাকঘরঃ- মুন্সীবাজার, উপজেলাঃ- কমলগঞ্জ , জেলাঃ- মৌলভীবাজার।
স্থাপিতঃ- ১৮৯৫ইং , ই,আই,এন,নংঃ- ১২৯৫৮৯
Email:- kphighschool2327@gmail.com
ঐতিহ্যবাহী বিদ্যালয়টি তৎকালীন জমিদার নব কিশোর দাস চৌধুরী উনার বাবা কালী প্রসাদ দাস চৌধুরী এর নামানুসারে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় নামে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে ০১/০১/১৮৯৫ইং সনে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সরকারী ও বেসরকারী অনুদানে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
সংক্ষিপ্ত বর্ণনাঃ-ঐতিহ্যবাহী বিদ্যালয়টি তৎকালীন জমিদার নব কিশোর দাস চৌধুরী উনার বাবা কালী প্রসাদ দাস চৌধুরী এর নামানুসারে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় নামে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে ০১/০১/১৮৯৫ইং সনে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সরকারী ও বেসরকারী অনুদানে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বর্তমানে সরকার দলীয় মাননীয় চীফ হুইফ বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুস শহীদ এম,পি মহোদয় এর একান্ত প্রচেষ্ঠায় বিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে বিদ্যালয়টি ২০১২ ইং সন হইতে এস,এস,সি ও জুনিয়র পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।
বিদ্যালয়ের শ্রেণী ভিত্তিক ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ-
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | 206 | 285 | 491 |
৭ম | 271 | 267 | 538 |
৮ম | 196 | 203 | 399 |
৯ম | 124 | 175 | 299 |
১০ম | 132 | 168 | 300 |
মোট | 929 | 1098 | 2027 |
ক্রঃ নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল |
০১ | মোঃ জাহিদুল ইসলাম মিঞা | সভাপতি | বি.সি. এস |
|
০২ | মোঃ শফিকুর রহমান | অভিভাবক প্রতিনিধি | বি. এ |
|
০৩ | মোঃ ওবায়দুল হক | ,, | ফাজিল |
|
০৪ | সত্যেন্দ্র কুমার পাল | সদস্য | এম.এ.বি. এড |
|
বিদ্যালয়ের বিগত ৫ বছরের এস,এস,সি পরীক্ষার পাশের হারঃ-
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১০৫ | ৮৯ | ৮৪.৭৬% |
২০১০ | ১৩০ | ৯৭ | ৭৪.৬১% |
২০১১ | ২১৭ | ১৬৩ | ৭৫.১২% |
২০১২ | ২২৭ | ২১৮ | ৯৬.০৪% |
২০১৩ | ১৯৭ | ১৯৩ | ৯৮% |
২০১৪ | ২৯২ | ২৮১ | ৯৭% |
সূত্রঃ- কে, পি, উ/বি- ৩/১৩-৩০/০৬/১৩ তারিখঃ- ৩০/০৬/২০১৪
বিদ্যালয়ের ৮ম শ্রেণীশিক্ষা বৃত্তিঃ-
পরীক্ষার সন বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা
| |
২০১২ | ০৪ |
২০১১ | ০৩ |
২০১০ | ০৪ |
বিদ্যালয়ের বিভিন্ন অর্জনঃ-
১। ২০১২ইং সনে এস,এস,সি ও জুনিয়র পরীক্ষা কেন্দ্র স্থাপন।
২। সম্প্রসারিত দ্বিতল ভবনের উর্দ্ধুমুখী কাজ সম্পন্ন।
৩। সেকায়েপ কর্তৃক ল্যাট্রিন স্থাপন।
৪। স্থানীয় একজন বিশিষ্ঠ সমাজ সেবক বখতিয়ার আহমেদ এর নামে বখতিয়ার আহমেদ কম্পিউটার ল্যাব স্থাপন।
৫। আইসিটি কর্তৃক মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন।
বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাঃ-
১। শিক্ষার মান আরো ও উন্নয়ন করা।
২। উচ্চ বিদ্যালয় হতে কলেজে রুপান্তর করে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখা।
যোগাযোগঃ-
১। মৌলভীবাজার জেলা সদর হইতে কমলগঞ্জ উপজেলা সড়ক এর পার্শ্বে মুন্সীবাজারে অবস্থিত। এর দুরত্ব প্রায় ১৫
কিলোমিটার।
২। শমসেরনগড় ও কমলগঞ্জ রেল ষ্ঠেশন হইতে মৌলভীবাজার জেলা সদর গামী সড়ক এর পার্শ্বে মুন্সীবাজারে অবস্থিত। এর
দুরত্ব প্রায় ১০ কিলোমিটার।
বিদ্যালয়ের ২০১৩ইং সনের জুনিয়র পরীক্ষার মেধাবী ছাত্র/ছাত্রী বৃন্দঃ-
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | পাশের সাল | প্রাপ্ত গ্রেড |
০১ | স্বনার্লী মল্লিক মুন্নি, পিতা- সুরন্ত মল্লিক | ২০১৩ | ৫.০০ |
০২ | সুমী বৈদ্য, পিতা- শ্রীকান্ত বৈদ্য | ২০১৩ | ৫.০০ |
০৩ | সাদিয়া আফরিন রিয়া, পিতা- আব্দুল মতিন | ২০১৩ | ৫.০০ |
০৪ | তিন্নি আক্তার, পিতা- সাইফুল ইসলাম | ২০১৩ | ৫.০০ |
০৫ | লিপি বেগম, পিতা- ইলিয়াস মিয়া | ২০১৩ | ৫.০০ |
০৬ | মাধুরী ভট্টাচায্য, পিতা- কনন বিহারী ভট্টাচায্য | ২০১৩ | ৫.০০ |
০৭ | সুবণা দে, পিতা- নারায়ন দে | ২০১৩ | ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস