১৯৯৪ সালে শমশেরনগরের শিক্ষানুরাগী কিছু উদ্যোগী তরুণ এ কলেজ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করেন। ভৌগলিক ও যোগাযোগের সুবিধাজনক অবস্থানের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়ার ও রাজনগরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা বিস্তারে সুজা মেমোরিয়াল কলেজ এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
সুজা মেমোরিয়াল কলেজ
পোঃ শমশেরনগর (৩২২৩), থানাঃ কমলগঞ্জ
জেলাঃ মৌলভীবাজার।
ই-মেইল: sujacollege@yahoo.com
১৯৯৪ সালে শমশেরনগরের শিক্ষানুরাগী কিছু উদ্যোগী তরুণ এ কলেজ প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ গ্রহণ করেন। ভৌগলিক ও যোগাযোগের সুবিধাজনক অবস্থানের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়ার ও রাজনগরের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা বিস্তারে সুজা মেমোরিয়াল কলেজ এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠাকাল থেকেই ঐতিহ্য ধারণ করার পাশাপাশি লেখা-পড়ার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান একটি মডেল রূপে সর্বজন প্রশংসিত। পুরোপুরি ধূমপান, মোবাইল ও রাজনীতি মুক্ত মৌলভীবাজার জেলার একমাত্র কলেজ হিসেবে এ প্রতিষ্ঠান ইতোমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। শুধু লেখা-পড়া কিংবা পাঠদান নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে কোমলমতি কিশোর-কিশোরীদের গড়ে তোলার জন্যে পাঠদানের পাশাপাশি শৃংখলা, নিয়মানুবর্তিতা ও চরিত্র গঠনে সুজা কলেজ আপোষহীন। শিক্ষার মান নিয়ন্ত্রণে গবেষণা ভিত্তিক পাঠদান পদ্ধতি চালুর মাধ্যমে এ কলেজ মেধাবী তথা দূর্বল শিক্ষার্থীদের মানোন্নয়নে অবরিত চেষ্টার কারিগর। তাই আজ শুধু মৌলভীবাজার নয়, দূর-দূরান্ত থেকেও এখানে শিক্ষা লাভ করতে ও নিজেদের পূর্ণ বিকাশে সুজা মেমোরিয়াল কলেজে ভর্তি হতে শিক্ষার্থীরা আসে।
1. ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) :
বর্ষ | ছাত্র | ছাত্রী | মোট |
১ম বর্ষ | ২৭৩ | ৩৮১ | ৬৫৪ |
২য় বর্ষ | ৩৩০ | ৪১৭ | ৭৪৭ |
সর্বমোট = ১৪০১ জন |
গত ৫ (পাঁচ) বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিম্নরূপঃ
সাল | মোট পরীক্ষার্থী | পাসের সংখ্যা | পাসের হার | বোর্ডে মেধা তালিকায় |
২০০৮ | ২০৯ | ১৮৭ | ৮৯.৫০% | - |
২০০৯ | ১৮০ | ১২১ | ৬৭.২২% | - |
২০১০ | ১৯৮ | ১৬১ | ৮১.৩১% | - |
২০১১ | ৪৬৮ | ৩৯৮ | ৮৫.০৪% | ১৩তম |
২০১২ | ৪৮৫ | ৪৪০ | ৯১.০০% | ১৬তম |
বিগত ২০০৬ সালে, ২০১১ সালে এবং ২০১২& সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে কলেজটি যথাক্রমে সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ স্থান অধিকার করেছে। এছাড়া অন্যান্য বছরগুলোতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কলেজটি রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশে চলছে। বর্তমানে কলেজটি মোবাইল মুক্ত।
ভবিষ্যতে উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ডিগ্রী ও অনার্স কোর্স পর্যায়ক্রমে চালু করা। মৌলভীবাজার জেলার একটি আদর্শ ও মডেল কলেজ হিসেবে এ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা।
সুজা মেমোরিয়াল কলেজ
পোঃ শমশেরনগর (৩২২৩), থানাঃ কমলগঞ্জ
জেলাঃ মৌলভীবাজার।
ই-মেইল: sujacollege@yahoo.com
মেধাবী ছাত্রবৃন্দ :
বিভিন্ন সালের এইচ.এস.সি পরীক্ষার মেধাবী(এ+ প্রাপ্তদের) ছাত্র-ছাত্রীদের তালিকাঃ
পরীক্ষার সাল | এ+প্রাপ্ত ছাত্র/ছাত্রীর নাম |
২০০৮ ইং | ইশতিয়াক আহমেদ চৌধূরী |
২০০৯ ইং | মো: রুবেল আহমেদ |
২০১০ ইং | জান্নাতুল আদনীন |
’’ | শ্বাশতী পুরকায়স্ত |
’’ | শালওয়া জান্নাত |
’’ | ঈদা জাহরা জেরিন |
’’ | শেখ মো: মিছবাহ উদ্দিন |
’’ | শিপা রানী দত্ত |
২০১১ ইং | অভি পাল |
’’ | বাণী কৃষ্ণ গোস্বামী |
’’ | মেহদী মাসুদ |
’’ | তারেকুল ইসলাম |
’’ | মো: শাহরিযার কবির খাঁন |
’’ | রাজু চন্দ |
’’ | নোভা নাওয়ার |
’’ | রুবিনা বেগম |
’’ | রুমি আক্তার |
’’ | মো: তফজ্জুল হোসেন |
’’ | মো: মাহবুবুল ইসলাম |
’’ | ফাতেমা ইয়াসমিন ইমু |
২০১২ ইং | দেবাশীষ শর্মা |
’’ | মো: মহিউদ্দিন চৌধুরী |
’’ | মো: ফিরুজ মিয়া |
’’ | মো আরিফ হোসেন |
’’ | জুয়েল কৈরী |
’’ | বলরাম ধর |
’’ | কামনাশীষ বৈশ্য |
’’ | সৌরভ কুমার যাদব |
’’ | মো: আশরাফুল আলম |
’’ | মো: কামরুল ইসলাম |
’’ | সমরজিত স্বর্ণকার |
’’ | দীপ্ত মজুমদার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস