আদর্শ উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন রামপুর নামক গ্রামে ১৯৯৪ইং সালে প্রতিষ্ঠিতি হয়।
ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন রামপুর নামক গ্রামে ১৯৯৪ইং সালে প্রতিষ্ঠিতি হয়। এবং ২০১২ইং সালে নবম শ্রেনীর মানবিক শাখা খোলার অনুমতি পায় ও ২০১৩ইং সালে দশম শ্রেনী খোলা এবং এস,এস,সি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়।
বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর সংখ্যা(শ্রেনী ভিত্তিক)
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ঠ | ৩২ | ৫৩ | ৮৫ |
সপ্তম | ২০ | ৩৫ | ৫৫ |
অষ্টম | ৪৪ | ৫০ | ৯৪ |
নবম | ৭ | ২১ | ২৮ |
দশম | ৯ | ২৩ | ৩২ |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল (জে,এস,সি)ঃ
সাল | মোট পরীক্ষার্থী | মোট পাশ |
২০১০ | ৪৫ | ২০ |
২০১১ | ১৩৬ | ১১৭ |
২০১২ | ৬৬ | ৬৬ |
নাই।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ এস,এস,সি পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে ভাল ফলাফল করতে পারে এবং পাঠদানে ভাল মনোযোগ থাকা।
যোগাযোগঃ-
১। মৌলভীবাজার জেলা সদর হইতে কমলগঞ্জ উপজেলা সড়ক এর পার্শ্বে মুন্সীবাজারে সেখান থেকেব প্রায় ২ কিঃ মিঃ পূর্বে ৩নং মুন্সীবার ই,উ,পি এর সংলন্গে।
২। শমসেরনগড় ও কমলগঞ্জ রেল ষ্ঠেশন হইতে মৌলভীবাজার জেলা সদর গামী সড়ক এর পার্শ্বে ৩ নং মুন্সীবাজারে ইউপি অবস্থিত এর সংলন্গে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস