সংক্ষিপ্ত বর্ননাঃ মৌলভীবাজার জেলা সদর হইতে ২২ কি.মি পূর্ব দক্ষিণ প্রান্তে অবস্থিত। কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী হইতে আধা কি,মি পূর্বে অবস্থিত। কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের নছরতপুর গ্রামে কমলগঞ্জ ডিগ্রী কলেজ অবস্থিত।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপঠে দেশ স্বাধীনের পর এই উপজেরার কোন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় জননেতা মরহুম মোহাম্মদ ইলিয়াস এর নেতৃত্বে এখানে কলেজ প্রতিষ্ঠার সাংগটনিক উদ্যোগ গ্রহন করা হয়। ১৯৭২ সালে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় নাম ধারন করে কলেজ প্রতিষ্ঠা লাভ করে যাত্রা শুরু
করে। এই কলেজ প্রতিষ্ঠায় নিবেদিত মানুষের অবদান মুখ্য।
ছাত্রছাত্রীর সংখ্যাঃ
ক্রমিক নং | শ্রেনীর নাম | ছাত্রছাত্রী সংখ্যা |
০১ | একাদশ ও দ্বাদশ | ১৪৯৪ |
০২ | ডিগ্রী (পাস) | ৪৭৩ |
০৩ | স্নাতক (সম্মান) | ৭৪২ |
বর্তমানে পরিচালনা কমিঠির নামের তালিকাঃ
নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
উপাদক্ষ্য মোঃ আব্দুস শহীদ এম,পি | সভাপতি | এম,কম |
কামরুজ্জামান মিয়া | সদস্য সচিব | বি,এস,এস |
বাবু রসময় মোহান্ত | সদস্য সচিব | বি,এ,অনার্স(এম,এ) |
ইমতিয়াজ আহমেদ | শিক্ষানুরাগী সদস্য | এম,এ |
মোঃ ফজলুল হক | শিক্ষানুরাগী সদস্য | এইচ,এস,সি |
সৈয়দ সালেহ আহমদ | সমাজসেবী | বি,কম |
মোঃ রিয়াজ উদ্দিন | সমাজসেবী | এইচ,এস,সি |
গলব কুমার সিনহা | শিক্ষক প্রতিনিধি | এম,এস,সি |
ফজলুর রহমান | শিক্ষক প্রতিনিধি | এম,এ |
সনজু কুমার সিংহ | শিক্ষক প্রতিনিধি | এম,এস,সি |
বিগত ৫ বছরের পাশের হারঃ
উচ্চ মাধ্যমিক
সাল | মোট পরীক্ষার্থী | মোট পাশ | পাশের হার |
২০০৮ | ১৬৪ | ৯১ | ৬৭.১৭% |
২০০৯ | ১৬৯ | ১১০ | ৬৫% |
২০১০ | ২১৫ | ১১৩ | ৫৩.০৮% |
২০১১ | ৩০৫ | ২১৫ | ৭০.৪৯% |
২০১২ | ৪০৩ | ৩৬৮ | ৯১.৩১% |
ডিগ্রী (পাস)
সাল | মোট পরীক্ষার্থী | মোট পাশ | পাশের হার |
২০০৭ | ৩৩ | ২১ | ৬৩.৬৩% |
২০০৮ | ৬৯ | ৩৩ | ৫৪.০৯% |
২০০৯ | ৫৫ | ৪৮ | ৮৭.২৭% |
২০১০ | ৭৭ | ৪৪ | ৬৮.৩৬% |
২০১১ | ১৪৩ | ১১০ | ৭৭.৬৯% |
শিক্ষাবৃত্তি তথ্যসমূহঃ নাই
অর্জনঃ
পূর্বে শুধু উচ্চ মাধ্যমিক প্রতিষ্টান হিসাবে যাত্রা করলে ও বর্তমানে কলেজটিতে বি,এ (পাস) সহ বি,এ (সম্মান) চালু আছে। বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচ,এস,সি পোগ্রাম চালু আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন এইচ,এস,সি চালু আছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১ ভবিষ্যতে এই কলেজে হিসাব বিজ্ঞান,রাষ্ঠ্রবিজ্ঞান,ইতিহাস ইত্যাদি বিষয়ে অনার্স কোর্স চালু করা।
২ ভবিষ্যতে অনার্স সহ মাষ্টার্স কোর্স চালূ করা।
৩ বি,এস,সি অনার্স কোর্স চালু করা।
৪ এছাড়া এই কলেজের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।
যোগাযোগঃ
কমলগঞ্জ উপজেলার আওতাধীন শ্রীমঙ্গল কমলগঞ্জ রোডস্থ সদর উপজেলা কমলগঞ্জ হইতে আধা কি,মি পূর্বদিকে অবস্থিত।
মেধাবী ছাত্রছাত্রীর নামের তালিকাঃ
২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জি,পি,এ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর নামের তালিকা ।
নাম | বিভাগ | প্রাপ্ত জি,পি,এ |
স্বস্তিকা চৌধুরী | বিজ্ঞান | ৫.০০ |
অনামিকা সিনহা | বিজ্ঞান | ৫.০০ |
তাহেরা সুলতানা | বিজ্ঞান | ৫.০০ |
অনন্যা শর্মা | বিজ্ঞান | ৫.০০ |
ঐশী হামোম | বিজ্ঞান | ৫.০০ |
কনক কান্তি সিনহা | বিজ্ঞান | ৫.০০ |
নিরমা সিনহা | বিজ্ঞান | ৫.০০ |
স্বরুপ কুমার সিংহ | বিজ্ঞান | ৫.০০ |
ফাহমিদা ইয়াছমিন | মানবিক | ৫.০০ |
মোঃ সাহেদ আহমদ | মানবিক | ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস