শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়
ডাক/উপজেলাঃ কমলগঞ্জ
জেলা মৌলভীবাজার
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্তগর্ত ০৪নং শমসের নগর ইউনিয়নের ০১নং ওয়ার্ডে গোবিন্দপুর গ্রামে অবস্থিত।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্তগর্ত ০৪নং শমসের নগর ইউনিয়নের ০১নং ওয়ার্ডে গোবিন্দপুর গ্রামে অবস্থিত শহীদ মুক্তি যোদ্ধাদের নামানুসারে প্রতিষ্টিত হয়। বিদ্যালয়টি বিগত ০১/১২/১৯৮৪ইং তারিখে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম,পি,ও ভুক্ত হয়। বিগত ৩০/০১/২০০৩ ইং তারিখে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হইয়া বিগত ১৬/০২/২০১২ ইং তারিখে মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কর্তৃক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুমোদন প্রাপ্ত হই।
ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেনী ভিত্তিক)
ক্রমিক নং | শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
১ | ষষ্ঠ | ৩৬ | ৭৯ | ১১৫ |
২ | সপ্তম | ৩০ | ৭৫ | ১০৫ |
৩ | অষ্টম | ২৭ | ৪৮ | ৭৫ |
৪ | নবম | ২২ | ৩৮ | ৬০ |
৫ | দশম | ২৫ | ৪০ | ৬৫ |
বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্যদের নামের তালিকাঃ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ আব্দুছ ছালাম | সভাপতি |
০২ | আব্দুল মছবিবর | প্রতিষ্ঠাতা সদস্য |
০৩ | ময়না মিয়া | দাতা সদস্য |
০৪ | আব্দুল বাছিত | শিক্ষানুরাগী সদস্য |
০৫ | ইমাম বকস | অভিভাবক সদস্য |
০৬ | সৈয়দ জাকির হোসেন | অভিভাবক সদস্য |
০৭ | মোঃ আব্দুল আজিজ | অভিভাবক সদস্য |
০৮ | রফিক মিয়া | অভিভাবক সদস্য |
০৯ | জনাবা মোছাঃ স্বপ্না বেগম | অভিভাবক সদস্য |
১০ | জনাব মোঃ সালাহ উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১১ | বাবু মনমোহন গোস্বামী | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাব মোঃ ফজলুর রহমান | সদস্য সচিব |
বিগত ৫ বছরের এস,এস,সি পরীক্ষার ফলাফলঃ-
সাল | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০০৯ | ৩৪ | ১৬ | ৪৭.০৫% |
২০১০ | ৩১ | ১৯ | ৬১.২৯% |
২০১১ | ৩৩ | ২৭ | ৮১.৮২% |
২০১২ | ৩৫ | ৩২ | ৯১.৪৩% |
২০১৩ | ২৭ | ২৩ | ৮৫.১৯% |
জে,এস,সি পরীক্ষার ফলাফলঃ
সাল | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০১০ | ৫০ | ১৫ | ৩০% |
২০১১ | ৫২ | ৩৩ | ৬৫.৩৮% |
২০১২ | ৪০ | ৪০ | ১০০% |
নাই
অর্জনঃ
০১।বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে থাকাবস্থায় ও অনেক গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীর মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়টি সফলতার সাথে সমাপ্ত করতেছি।
০২। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা কৃতিত্বের সাথে পাশ করে উচ্চ শিক্ষার জন্য দেশের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন যাহা অত্র বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে এ কৃতিত্বের ধারা অব্যাহত রাখার জন্য সরকার ও বিভিন্ন এন,জি,ও সংস্থা ও স্থানীয় বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করি।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
ভবিষ্যতে বিদ্যালয়টিকে মান সম্মত শিক্ষা অর্জনের জন্য আদর্শ বিদ্যালয় হিসাবে তৈরী করার একটি সূশৃংখল পরিকল্পনা রহিয়াছে।
যোগাযোগঃ
কমলগঞ্জ উপজেলা চৌমুহনা হইতে ০৫ কি.মি.পূর্ব উত্তর দিকে ব্রাক অফিস সংলগ্ন রাস্তা দিয়ে রেললাইন অতিক্রম করে গোবিনদপুর গ্রামে বিদ্যালয়টিতে পৌছা যায়।
মেধাবী ছাত্র/ছাত্রীদের তালিকাঃ-
ক্রমিক নং | ছাত্র/ছাত্রীদের নাম | শ্রেণী |
১ | মোঃ জাহাঙ্গীর মিয়া | ষষ্ঠ |
২ | নাজমা বেগম | ষষ্ঠ |
৩ | ছামিয়া আক্তার | সপ্তম |
৪ | আয়শা ইয়াছমিন | সপ্তম |
৫ | ফারজানা আক্তার | অষ্টম |
৬ | তোফায়েল আহমদ | অষ্টম |
৭ | ফাতেমা ইয়াছমিন | নবম |
৮ | শাকিলা আক্তার | নবম |
৯ | ইয়াছমিন আক্তার | দশম |
১০ | মোঃ আবজল মিয়া | দশম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস