কমলগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় থেকে প্রায় ১.৫০ কি:মি: দক্ষিণে (আদমপুর-ইসলামপুর রোড) কমলগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সুবিশাল, নিরিবিলি, মনোরম পরিবেশে, রাজনীতিমুক্ত ও নিরাপদ শিÿাঙ্গন হিসেবে আলেপুর মৌজায় ১.২২ একর ভূমির উপর কলেজ ক্যাম্পাস এর অবস্থান। প্রতিষ্ঠানটির একটি দ্বিতল ভবন ও একটি টিনসেড ক্লাশ ভবন আছে। ভবন দুটির বিভিন্ন কক্ষ কার্যালয়, মিলনায়তন, বিজ্ঞানাগার, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ও পাঠদান কক্ষ হিসেবে ব্যাবহার হচ্ছে।
ই-মেইল : agcmcollege@gmail.com ফোন নম্বর- ০১৭১২-২৪৮৮৪১।
এই জনপদে নারী শিক্ষার প্রসারের লক্ষয ২০০০ সালে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী তাঁর মরহুম পিতা আব্দুল গফুর চেীধুরী সাহেবের নামানুসারে এই কলেজের প্রতিষ্ঠা করেন। এলাকার শিক্ষানুরাগী সকল শ্রেণীর মানুষের পাশাপাশি এ কলেজ প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যাংকার মোঃ সালাহ উদ্দিন, রাজনৈতিক নেতা মোঃ সিদ্দেক আলী, শিক্ষক মোঃ দুরম্নদ আহমদ, সমাজসেবক অনিল কুমার সিংহ প্রমূখের ভূমিকা ছিল উজ্জ্বল। প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ড থেকে ০১ লা জুলাই ২০০০ খ্রি: থেকে প্রাথমিক (পাঠদানের) অনুমতি লাভ করে এবং ঐ বছর আগষ্ট মাসের ২৩ তারিখ তৎকালীন মাননীয় মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ পাঠদান পর্বের আনুষ্ঠানিক সূচনা করেন। প্রথম ব্যাচের ছাত্রী সংখ্যা ছিল ২৭ জন। ২০০৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতির অনুমোদন লাভ করে।
ছাত্রী সংখ্যা : একাদশ শ্রেণি- ২৫৪ জন
এবং দ্বাদশ শ্রেণি- ৩৩৭জন
মোটঃ- ৫৯১ জন
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল :
পরীক্ষার সন | পরীক্ষার্থীর সংখ্যা | উর্ত্তীণের সংখ্যা | শতকরা হার(%) | ||||
বিজ্ঞান | মানবিক | মোট | বিজ্ঞান | মানবিক | মোট | ||
২০০৮ | ১৯ | ৭৫ | ৯৪ | ১৬ | ৪০ | ৫৬ | ৬৫.১১ |
২০০৯ | ১১ | ৮৩ | ৯৪ | ০৮ | ৫৯ | ৬৭ | ৭১.২৭ |
২০১০ | ১৪ | ৭১ | ৮৫ | ১০ | ৫৭ | ৬৭ | ৭৮.৮২ |
২০১১ | ২৪ | ১৭৮ | ১৯০ | ২৬ | ১৬৪ | ১৭৫ | ৯২.১০ |
২০১২ | ০৮ | ৮৯ | ৯৭ | ০৫ | ৮৪ | ৮৯ | ৯১.৭৫ |
২০১৩ | ৪০ | ১৫৭ | ১৯৭ | ৩৯ | ১৩৫ | ১৭৪ | ৮৮.৩২ |
শিক্ষাবৃত্ত তথ্য সমূহ :কলেজে মানবিক ও বিজ্ঞান শাখায় বাংলা, ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইতিহাস, পৌরনীতি ও সুশাসন, সমাজ বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মনোবিজ্ঞান বিষয়গুলো পাঠদান করা হয়। প্রতি বছর শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা হয়। নিয়মিত টিউটোরিয়াল ও টার্মিনাল পরীক্ষা নেয়ার ব্যবস্থাসহ আছে সরকারী-বেসরকারী উপবৃত্তি/বৃত্তির পাশাপাশি গরীব ও মেধাবী ছাত্রীদের সাহায্য প্রদানের ব্যবস্থা। শিক্ষার পাশাপাশি এ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মিলাদ মহফিল, পূজা উৎসব, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, শিক্ষাসফর, নববর্ষ, পিঠা উৎসব, জাতীয় দিবস সমূহ উদযাপনসহ বিভিন্ন কর্মকান্ড অনুষ্ঠিত হয়।
অর্জন :২০০৪ সালে কলেজটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে কৃতিত্ব অর্জন করে এবং ঐ বছরেই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: হেলাল উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারের দিক থেকে বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকায় স্থান লাভ ছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ে সহপাঠক্রমিক কার্যক্রমে কলেজের ছাত্রীরা বিভিন্ন সময়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কলেজের গার্লস-ইন-রোভার এর সদস্যরাও উপজেলা পর্যায়ের জাতীয় দিবসের কূজকাওয়াজে অংশগ্রহন করে পুরস্কার লাভ করে। শত সীমাবদ্ধতার মধ্যেও এ প্রতিষ্ঠানটি নজর কাড়ার মতো ফলাফল অর্জনেও সক্ষম হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে একমাত্র উচ্চতর নারী শিক্ষার ক্ষেত্রে এতদ অঞ্চলে নেতৃত্বের ভূমিকা রেখে চলেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা :সরকার কর্তৃক কলেজটি এমপিও ভূক্ত হলে এই অঞ্চলে নারীদের উচ্চ শিক্ষার প্রসার ও উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে ভূমিকা রাখা, অনার্সসহ ডিগ্রী কোর্স খোলা।
যোগাযোগ :
ডাকঘর ও উপজেলা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার। ই-মেইল : agcmcollege@gmail.com
অধ্যক্ষের মোবাইল ফোন নম্বর- ০১৭১২-২৪৮৮৪১।
মেধাবী ছাত্রীর নামের তালিকা :
ক্রমিক নং | ব্যাচ নং | শিক্ষার্থীর নাম | এইচএসসি পাশের সন | শাখা
| প্রাপ্ত বিভাগ / জিপিএ |
০১ | ১ম | সাহিনা বেগম | ২০০২ | মানবিক | ১ম |
০২ | ৩য় | খালেদা বেগম | ২০০৪ | মানবিক | ৫.০০ |
০৩ | ৭ম | ববিতা রাণী সিন্হা | ২০০৮ | মানবিক | ৫.০০ |
০৪ | ৯ম | সূচনা সিনহা | ২০১০ | বিজ্ঞান | ৫.০০ |
০৫ | ১০ম | সুস্মিতা সিন্হা | ২০১১ | বিজ্ঞান | ৫.০০ |
০৬ | ১০ম | জয়তী কৈরী | ২০১১ | বিজ্ঞান | ৫.০০ |
০৭ | ১১তম | ফাহিমা আক্তার | ২০১২ | মানবিক | ৫.০০ |
০৮ | ১২তম | শাম্মী আক্তার | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
০৯ | ১২তম | মিথিলা দেবী | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১০ | ১২তম | পাপড়ি সিন্হা | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১১ | ১২তম | জেসমিন আক্তার | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১২ | ১২তম | আফসানা পারভীন | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১৩ | ১২তম | দ্বিপালী সিন্হা | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১৪ | ১২তম | দ্বিপা সিন্হা | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১৫ | ১২তম | বিথী সিন্হা | ২০১৩ | বিজ্ঞান | ৫.০০ |
১৬ | ১২তম | লোবনা ফেরদৌসী | ২০১৩ | মানবিক | ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস