অভয়চরণ উচ্চ বিদ্যালয়,কমলগঞ্জ।
এই বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ছয়কুট গ্রামে অবস্থিত।এলাকাবাসীর
বিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনাঃ-এই বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ছয়কুট গ্রামে অবস্থিত।এলাকাবাসীর আহবানে সাড়া দিয়ে বিগত ০১/০১/১৯৯৬ইং সনে আশিষ বিজয় দেব কানুনজ্ঞ ও ভ্রাতাগন তাদের পিতামহের নামে অভয় চরন উচ্চ বিদ্যালয় নামে ৮৬ শতক ভূমির উপর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সরকারী বেসরকারী অনুদানে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। উল্লেখ্য যে, বিদ্যালয়টি জেলা সদর সড়কের পাশে একটি মনোরম পরিবেশে অবস্থিত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালঃ- ০১/০১/১৯৯৬ইং ।
বিদ্যালয়ের শ্রেণী ভিত্তিক ছাত্র -ছাত্রীর সংখ্যাঃ-
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ৬ষ্ঠ | 53 | 103 | 156 |
০২ | ৭ম | 61 | 101 | 162 |
০৩ | ৮ম | 30 | 58 | 88 |
০৪ | ৯ম | 28 | 58 | 86 |
০৫ | ১০ম | 29 | 66 | 95 |
| সর্বমোট | 201 | 386 | 587 |
বিদ্যালয়ের পরিচালনা কমিটি সক্রান্ত তথ্যঃ-
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল নং |
০১ | অশোক বিজয় দেব কানুনজ্ঞ | সভাপতি | এস,এস,সি | ০১৭১১৪৬৪৫৭২ |
০২ | আশিষ বিজয় দেব কানুনজ্ঞ | প্রতিষ্ঠাতা | বি,কম | ০১৭৪৫৯০৫০২৮ |
০৩ | মোঃ ইলিয়াছ মিয়া | সদস্য | এস,এস,সি | ০১৭২০৫৩৩১১৭ |
০৪ | মোঃ ছালিক মিয়া | ’’ | ৮ম শ্রেণী | ০১৭২২৫০৬৭৭৭ |
০৫ | মোঃ সাইস্তা মিয়া | ’’ | ৮ম শ্রেণী | ০১৭১৪৪৫৮০২২ |
০৬ | প্রানেশ চন্দ্র দেব | ’’ | ৮ম শ্রেণী | ০১৭২৫২৭৭৩৬৯ |
০৭ | নাছিমা বেগম | মহিলা সদস্য | ৯ম শ্রেণী | ০১৭২৬৭৭৬২৪০ |
০৮ | শিরিন রহমান | শিক্ষানুরাগী | এইচ,এস,সি | ০১৭২৮২৪০৭০৮ |
০৯ | এম,এ হান্নান | শিক্ষক প্রতিনিধি | কামিল | ০১৭১৯৪৪৮২২০ |
১০ | নীহারেন্দ্র চন্দ্র দেব | ’’ | বি,এ | ০১৭১৮৭০৫৫২০ |
১১ | মোঃ সাজ্জাদুর রহমান | প্রঃ শিঃ/ সম্পাদক | বি,এ বি,এড এম,এ | ০১৮১৯৫৯৯৮৯৪ |
বিদ্যালয়ের বিগত 3 বছরের এস,এস,সি পরীক্ষায় পাশের হারঃ-
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার |
২০১২ | ২৫ | ২৫ | ১০০% |
২০১৩ | ২৯ | ২৯ | ১০০% |
2014 | 51 | 49 | 96.07% |
বিদ্যালয়ের বিগত 4 বছরের জুনিয়র পরীক্ষায় পাশের হারঃ-
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার |
২০১০ | ৫২ | ১৭ | ৩২.৬৯% |
২০১১ | ৮৯ | ৮১ | ৯১.০১% |
২০১২ | ১০৯ | ১০৮ | ৯৯.০৮% |
2013 | 90 | 82 | 91.11% |
বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাঃ-
১। শিক্ষার মান আরও উন্নত করা।
২। শতভাগ পাশের ধারা অব্যাহত রাখা।
৩। বিদ্যালয়ে বিজ্ঞান শাখা চালু করা।
যোগাযোগঃ-
১। মৌলভীবাজার জেলা সদর হইতে কমলগঞ্জ উপজেলা সড়ক এর পার্শ্বে ছয়কুট গ্রামে অবস্থিত। এর দুরত্ব প্রায়
০৯ কিলোমিটার।
২। শমসের নগর ও কমলগঞ্জ রেল ষ্টেশন হইতে মৌলভীবাজার রোড হয়ে প্রায় ১৬ কিলোমিটার।
বিদ্যালয়ের ২০১৩ইং সনের জুনিয়র পরীক্ষার মেধাবী ছাত্র/ছাত্রী বৃন্দঃ-
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | পাশের সাল | প্রাপ্ত গ্রেড |
০১ | ইমা আক্তার | ২০১৩ | ৫.০০ |
০২ | সাম্মি আক্তার | ২০১৩ | ৫.০০ |
০৩ | মহসীনা মিন্নত তন্নী | ২০১৩ | ৫.০০ |
০৪ | আছমা বেগম | ২০১৩ | ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস