মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন এ এ টি এম বহুমূখী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯২৯ খ্রি: প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল:-১৯২৯ খ্রি:।
প্রধান শিক্ষক/অধ্যক্ষ:-মিহিরধর চৌধুরী- এম.এস.এস, বি.এড
ইনডেক্স নং- ১৩৫৭৬৩। মোবাইল নং- ০১৭১২৬৮৩৯০৭
E-mail:- mihir_bd@ymail.com
সংক্ষিপ্ত বর্ণনা:-মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন এ এ টি এম বহুমূখী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯২৯ খ্রি: প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির মোট ভূমির পরিমাণ ৪০৪ শতক। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১২২৩ জন। বিদ্যালয়টিতে বিজ্ঞান শাখা, মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিদ্যালয়টি বিভিন্ন পাবলিক পরীক্ষায়, সাংস্কৃতিক কর্মকান্ড, বিতর্ক ও খেলাধুলায় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শন করে আসছে। এতদ্ব্যতীত বি.এন.সি.সি, স্কাউটিং ও গার্লস গাইডে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রভূত সুনাম কুড়িয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ২২ জন শিক্ষক/শিক্ষিকা শিক্ষাদানে ব্রতী আছেন। তৃতীয় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা ০৫ জন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক)
শ্রেনী | ছাত্র | ছাত্রী | সংখ্যা |
৬ষ্ঠ | ২০০ | ১০৪ | ৩০৪ |
৭ম | ১৫৩ | ১১৮ | ২৭১ |
৮ম | ৯৬ | ১০০ | ১৯৬ |
৯ম | ১৩১ | ৮০ | ২১১ |
১০ম | ১৫৭ | ৭০ | ২২৭ |
সর্বমোট | ছাত্র- ৭৩৭ | ছাত্রী- ৪৭২ | ১২০৯ |
ম্যানেজিং কমিটির নামের তালিকা/১৩ইং
ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | মোবাইল নং |
০১ | এ.বি.এম আরিফুজ্জামান অপু | সভাপতি | বি.এস.সি | 01712640936 |
০২ | মো: সিরাজুল ইসলাম | সাধা: অভিভাবক সদস্য | বি.এ | 01712591220 |
০৩ | মো: নজরুল হক | সদস্য | এইচ.এস.সি | 01716651592 |
০৪ | মো: মাসুকুর রহমান | ঐ | ১০ম | 01711237959 |
০৫ | মো: ইন্তাজুর রহমান | ঐ | ১০ম | 01717282980 |
০৬ | এ,কে.এম খলিলূর রহমান | শিক্ষক প্রতিনিধি | কামেল | 01716323100 |
০৭ | মো: সাইফুর রহমান | ঐ | বি.কম, বি.এড | 01733769389 |
০৮ | হোসনে আরা | সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি | বি.এ, বি.এড | 01720313499 |
০৯ | জাহানারা বেগম | মহিলা সদস্যা অভিভাবক | ১০ম | 01720272990 |
১০ | বিজয় দাশ গুপ্ত | শিক্ষানুরাগী সদস্য | ১০ম | 01712056507 |
১১ | মিহির ধর চৌধুরী | সদস্য সচিব | এম.এস.এস, বি.এড | 01712683907 |
বিগত ৫ বৎসরের ssc পরীক্ষার ফলাফল
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মোট জিপি এ ৫ |
২০০৯ইং | ১২৫ জন | ১১৫জন | ৯২% | ১৬ |
২০১০ইং | ১৬৬ জন | ১১৩ জন | ৬৮.০৭% | ০৬ |
২০১১ইং | ১৬৬ জন | ১৩৪ জন | ৮০.৭২% | ১০ |
২০১২ইং | ১৯৪ জন | ১৭৭ জন | ৯১.২৪ | ১২ |
২০১৩ইং | ১৯৪ জন | ১৮২ জন | ৯৩.৮১% | ০৭ |
বিগত ৩ বৎসরের Jsc পরীক্ষার ফলাফল
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | মোট জিপি এ ৫ |
২০১০ইং | ১৮৮ জন | ১০৪জন | ৫৫.৩২% | ০১ |
২০১১ইং | ২৭৬ জন | ২৬০ জন | ৯৪.২০% | - |
২০১২ইং | ২০৭ জন | ২০৬ জন | ৯৯.৫২% | ১৩ |
শিক্ষাবৃত্তি তথ্য সমূহ(এস.এস.সি)
সন | ট্যালেন্ট | সাধারণ | মোট |
২০০৯ইং | ০২ | ০৮ | ১০ |
২০১০ইং | ০৩ | ০৩ | ০৬ |
২০১১ইং | ০৩ | - | ০৩ |
২০১২ইং | - | ০৩ | ০৩ |
২০১৩ইং | - | - | - |
শিক্ষাবৃত্তি তথ্য সমূহ(জে.এস.সি)
সন | ট্যালেন্ট | সাধারণ | মোট |
২০০৮ইং | ০৩ | ০২ | ০৫ |
২০০৯ইং | ০১ | ০২ | ০৩ |
২০১০ইং | ০৩ | ০৩ | ০৬ |
২০১১ইং | ০১ | ০৩ | ০৪ |
২০১২ইং | ০৭ | ০৯ | ১৬ |
অর্জন:-
· ১৯৯৪ খ্রি:, ২০০২ ও ২০০৩ খ্রিস্টাব্দে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি প্রাপ্ত।
· ২০০১২ খ্রিস্টাব্দে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগীতায় অংশ গ্রহণ।
ভবিষ্যৎপরিকল্পনা
· ১. পাবলিক পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি শিক্ষার গুনগত মান নিশ্চিত করা।
· ২. ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনের প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া।
· ৩. বিদ্যালয়টিকে একটি কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা।
· ৪. সহ শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা।
· ৫. ছাত্র, শিক্ষক, অভিভাবক ও অংশীজনের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন।
যোগাযোগ:
উপজেলা সদর হতে সড়ক ও রেলপথে ৮ কি:মি উত্তর-পূর্ব দিকে এবং জেলা সদর হতে পূর্ব দিকে ২০ কি:মি প্রধান সড়ক সংলগ্ন। সড়ক, রেলপথ ও বিমান পথে যোগাযোগ ব্যবস্থা আছে। শমসেরনগর রেলষ্টেশন হতে ১০০ মিটার পশ্চিমে শমসেরনগর-মৌলভীবাজার সড়কের পাশেই বিদ্যালয়টি অবস্থিত।
E-mail:- a.a.t.m_edu@yahoo.com
মোবাইল নং:- ০১৭১২৬৮৩৯০৭
মেধাবী ছাত্র/ছাত্রীবৃন্দ:-
অত্র প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হতে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী পাশ করে দেশ বিদেশে উচ্চপদে সুনামের সহিত কর্মরত আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন অধ্যপক ড: সুকুমার দেবনাথ, ডা: শফিক উদ্দিন আহমদ প্রাক্তন সিভিল সার্জন, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, ডা: সুধাকর কৈরী, এ.এস.পি সাথী শর্মা, ডা: বিশ্বনাথ পাল, প্রভাষক সুজিত চন্দ্র দত্ত, অধ্যাপক আলমগীর হোসেন, অচ্যুতপদ গোস্বামী যু্গ্ম সচিব(অব:), মো: শফিকুল হক ব্যাংকার (অব:), কর্ণেল (অব:) মো: ফয়জুল হক, ডা: নাজনীন হক, প্রকৌশলী ইমতিয়াজুল হক, ডা: সৈয়দ মাহবুব আলী, ডা: ওয়াহিদুন্নবী, সেলিম চৌধুরী (কন্ঠশিল্পী), মো: হাবিবুর রহমান ব্যবস্থাপক(ডানকান ব্রাদার্স)।
এছাড়া বর্তমানে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী প্রতি বৎসর এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে A+অর্জন করছে। ২০১২ সালের এস.এস.সি পরীক্ষায় A+প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের নামের তালিকা নিম্নে প্রদত্ত হল:-
১।রেহান উদ্দিন, ২।মাহবুবুর রহমান,
৩।আতিকুর রহমান, ৪।গৌরব পাল,
৫।মো: সেফুল ইসলাম, ৬।সৌরভ কান্তি দে,
৭।সুদীপ্ত ধর দীপ্ত, ৮।অনিক সাহা,
৯।অক্ষয় সাহা ও ১০।আসাদুর রহমান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস