গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
কমলগঞ্জ,মৌলভীবাজার।
স্মারক নং: -০০.৯৩০.০০৪.০১.০০.০০২.২০১১/ তারিখঃ-২২/০৫/২০১৪ খ্রি:
বিষয় :এলজিএসপি২ এর আওতায় ওয়ার্ড কমিটি ও স্কিমসুপারভিশন কমিটির সদস্যদের ১দিনে ওরিয়েনেটশন কোর্সে
যোগদান প্রসংগে।
সূত্র : উপপরিচালক স্থানীয় সরকার, মৌলভীবাজার এর স্মারক নং-৩৫৪.০১২.০০৪.০০.০১.০০১.২০১৪/১৮০
তারিখ : ১৯/০৫/১৪ খ্রি:
উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত স্মারকের মর্মানুযায়ী জানানো যাচ্ছে যে, ইউনিয়ন পরিষদ অপারেশন ম্যানুয়েল এর ৮.২.৪ ও ৮.২.৫ অনুচেছদের বর্ণনা মোতাবেক গঠিত ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির সদস্যদের ১ দিনের ওরিয়েনেটশন কর্মসূচী নিম্নবর্নিত সময়সূচী অনুযায়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বর্নিত ওরিয়েনেটশন কর্মসূচীতে ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দিতে অনুরোধ করা হল।
উল্লেখ্য ওরিয়েনেটশন কোর্সে অংশগহনকারীদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা রয়েছে।
ক্র: নং | ইউনিয়নের নাম | ওরিয়েনেটশনের তারিখ | সময় | মন্তব্য |
০১ | ১ নং রহিমপুর ইউনিয়ন পরিষদ | ২৭/০৫/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০২ | ২ নং পতনঊষার ইউনিয়ন পরিষদ | ২৮/০৫/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৩ | ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ | ২৯/০৫/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৪ | ৪ নং শমসেরনগর ইউনিয়ন পরিষদ | ৩১/০৫/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৫ | ৫ নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ | ০১/০৬/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৬ | ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদ | ০২/০৬/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৭ | ৭ নং আদমপুর ইউনিয়ন পরিষদ | ০৩/০৬/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৮ | ৮ নং মাধবপুর ইউনিয়ন পরিষদ | ০৪/০৬/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
০৯ | ৯ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ | ০৫/০৬/২০১৪ খ্রি: | ১০.০০ হতে ১.৩০ পর্যন্ত |
|
(মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা)
উপজেলা নির্বাহী অফিসার
কমলগঞ্জ,মৌলভীবাজার।
ফোন নং-০৮৬২৩-৫৬০০১
চেয়ারম্যন, ............................... সকল ইউ.পি কমলগঞ্জ, মৌলভীবাজার।
অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে
১। জেলা প্রশাসক, মৌলভীবাজার।
২। উপপরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার।
৩। জনাব ........................... উপজেলা ..................... অফিসার, কমলগঞ্জ। তাকে বর্নিত
ওরিয়েনেটশন কর্মসূচীতে রিসোর্স পার্সন হিসেবে দায়িতব পালনের জন্য অনুরোধ করা হল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS