Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শমসেরনগর বিমান বন্দর
স্থান
কমলগঞ্জ উপজেলা
কিভাবে যাওয়া যায়
ঢাকা থেকে এ উপজেলায় যাতায়াতের জন্য সড়ক ও রেল পথ দিয়ে সহজে যাতায়াত করা য়ায় । সড়ক পথ হিসেবে ঢাকা থেকে সরাসরি উল্লেখ্যযোগ্য বাস সার্ভিস পার্শ্ববর্তী শ্রীমংগল উপজেলায় চালু আছে। শ্রীমংগল থেকে লোকাল সার্বিসে (বাস/সিএনজি) ১৬ কি:মি: পথ অতিক্রম করে পূর্বদিকে কমলগঞ্জ সদরে আসা যায় । অপরদিকে ঢাকা থেকে রেল পথে ভানুগাছ এবং শমসেরনগর রেলওয়ে ষ্ষ্টেশনে অবস্থান করতে হয় । উক্ত স্থান হতে স্থানীয় ভাবে সিএনজি/বাস যোগে দর্শনীয় স্থানে যাতায়াত করা যায় ।
বিস্তারিত

শমশেরনগর বিমান বন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নির্মিত দক্ষিনপূর্ব এশিয়ার সর্ববৃহৎ সামরিক বিমানঘাটি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষনসহ অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। বিমানবন্দরের পাশেই রয়েছে কমলগঞ্জে অবস্থিত বধ্যভূমির একটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যটকগণ দর্শন করতে পারেন।বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ' বিমান বাহিনী সি এন্ড এম সার্ভাইভ্যাল স্কুল ' শমশেরনরে অবস্হিত।